গ্রামের ক্লাস সিক্সে পড়া ছেলে। সে জানে কি করে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করতে হয়। সব বয়সি ও তার চেয়ে বড়রাও চালাচ্ছে ভিপিএন। তা দিয়ে দেদার চলছে ফ্রী ফায়ার সহ সকল গেম।
করোনাকালে গ্রামের শিশু -কিশোররা প্রযুক্তির ব্যবহারে এগিয়েছে অনেক। এদিক দিয়ে এটি আসার খবর হলেও চিন্তা আছে তাদের গেমসের আসক্তি। সকালে, বিকালে, সন্ধ্যার পর চায়ের স্টলে বা চাতালে লাইন ধরে বসে খেলছে গেম। পাবজি ফ্রী ফায়ার বন্ধের পরে চিত্র খানিকটা বদলালেও ভিপিএন চলছে সেই গেম গুলো।
খোঁজ নিয়ে জানা গেল, কিছুদিন আগেও সন্ধ্যার পর নির্ধারিত স্থানে জড়ো হয়ে এর সঙ্গে ১০-১২ জন দল বেঁধে গেম খেলতে সংখ্যাটা এখন ৩-৪ জনে দাঁড়িয়েছে। পাবজি বন্ধ হওয়ার পর খান সংখ্যাটা কমলে ও একেবারে বন্ধ হয়নি।
সরাসরি মোবাইল ইন্টারনেট দিয়ে ফ্রী ফায়ার -পাবজি খেলতে আমরা পিং টাইম পাইনা ৭০ বা ৮০ এম এস( মিলি সেকেন্ড)। ভিপিএন দিয়ে প্রায় ৭০০ কখনো ৮০০ এম এস।এতে গতি কম থাকায় অনেকে খেলতে চায় না।
চলছে অন্য গেমস
ফ্রি ফায়ার,পাবজি বন্ধ তাতে কি! অন্যান্য গেমের পাশাপাশি গ্রামে বেশ চলছে 'সসেজ ম্যান'। কৃষক জানান, 'কি যে ওরা খেলে জানি না। দিনরাত মোবাইলে পড়ে থাকে তার পঞ্চম শ্রেণীর পড়ুয়া ছেলে মোবাইলে কি খেলে তা নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই তার।মোবাইলে ক্লাস হবে জেনে ২০ হাজার টাকা দিয়ে স্মাটফোন কিনে দিয়েছিলেন।কিন্তু সেই ক্লাস আর হয়নি।উল্টো দিনরাত ছেলে পড়ে থাকে ফোন নিয়ে। সন্তান কে কিছু বললে,বারণ করলে শোনে না।বলে,আমি কিছু বুঝবো না।আমাদের অতো পড়াশোনা নেই। তাই কিছু বলতেও পারি না। ঘরে আর কতক্ষন রাখা যায় ছেলেদের। আ,
ইএসপি বিয়ের সূত্রে জানা গেছে যে, Clash of Clan, 4th night , clash of Royale, Among Us, Dream League 2020, Subway Surfers, FIFA 2020, Counter Strike, Call of Duty, Candy Crush, traffic Rider, 8 Ball Pool, Ludo king & etc.
ভিপিএন বন্ধ হচ্ছে না, সরকার ঘোষণা দিলেও পুরোপুরি বন্ধ হয়নি ফ্রী ফায়ার, পাবজি। পাবজি পুরোপুরি বন্ধ করা সম্ভব হলেও, ফ্রি ফায়ার পুরোপুরি উন্মুক্ত। এ ছাড়া ভিপিএন ব্যাবহার করে ও এটি খেলা যাচ্ছে। চলছে একই ধরণের অন্য সব গেমস।
valo to valo na
ReplyDelete